বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

7

শেরপুরের ঝিনাইগাতীতে বাসের চাপায় পিষ্ট হয়ে আশরাফ আলী (৮০) নামের এক পথচারীর মুত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোলগাঁও এলাকার শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ জোলগাঁও প্রামের প্রয়াত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহণের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আশরাফ আলী মারা যান।

ঝিনাইগাতী থানার ডিউটি অফিসার এএসআই আনিসুর রহমান বলেন, বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here