নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নকলা উপজেলা মহিলা দলের সাথে মতবিনিময় করেছেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১ ঘটিকায় সময় উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় (মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর বাসভবন) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আব্দুল্লাহ চৌধুরী সঞ্চালনায় এ মতবিনিময় সভা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সদ্য সাবেক আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোক্তার হোসেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য এনামুল হক রিপন, উপজেলা মহিলা দলের নেত্রী রেহেনা পারভীন, পৌর মহিলা দলের নেত্রী ইয়াসমিন আক্তার, শিখা বেগম ও আনোয়ারা বেগম প্রমুখ।
এসময় মহিলা দলের হোসনেয়ারা বেগম, মনিকা পারভিন, খুরশেদা বেগম, মতিরণ বেগম, মাহমুদা বেগম রানি, নাসিমা আক্তার, রোজিনা আক্তার, রহিমা বেগম সহ মহিলা নেত্রীবৃন্ধরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে নারীদের আরো বেশি নিরাপত্তা জোরদার করা হবে। সব ক্ষেত্রেই নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারও হবে নারী বান্ধব সরকার। আমরা বর্তমানেও নারী পুরুষের মধ্যে কোন ভেদাভেদ করিনা এবং ভবিষ্যতেও করব না।