Home শেরপুর আ.লীগ নেতার দখল থেকে বাদ যায়নি কবরস্থানের জমিও

আ.লীগ নেতার দখল থেকে বাদ যায়নি কবরস্থানের জমিও

2

শেরপুরে একটি সামাজিক কবরস্থানের যাতায়াতের রাস্তার জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এছাড়াও, কবরস্থানের জন্য গ্রামবাসীর দেওয়া ৭০ হাজার টাকাও আত্মসাৎ করেছেন তিনি বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ।

গত ২৭ আগস্ট, বুধবার বিকেলে রাস্তা উদ্ধারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশ নেন প্রায় দুই হাজার মানুষ।

ভুক্তভোগীরা জানান, শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের সামাজিক কবরস্থানে যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) মোশাররফ হোসেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কবরস্থানের সাধারণ সম্পাদকের পদও দখল করে নেন। এরপর কবরস্থানের রাস্তা দখল করে সেখানে পাকা ভবন নির্মাণ করেন।

স্থানীয়রা বাধা দিতে গেলে তিনি তৎকালীন সরকারের প্রভাব দেখিয়ে মামলা করার হুমকি দেন। শেখ হাসিনার সরকারের পতনের পরও তিনি রাস্তা ফিরিয়ে না দিয়ে নানা কৌশলে তা নিজের দখলে রাখছেন।

ফলে গ্রামের কেউ মারা গেলে কবরস্থানে যাওয়ার বিকল্প রাস্তা না থাকায়, বাধ্য হয়ে অন্যান্য জায়গায় দাফন করতে হচ্ছে।

গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, কবরস্থান উন্নয়নের জন্য সংগৃহীত প্রায় ৭০ হাজার টাকাও আত্মসাৎ করেছেন মোশাররফ হোসেন। তারা দ্রুত কবরস্থানের রাস্তা দখলমুক্ত এবং আত্মসাৎ করা অর্থ ফেরত পাওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে পেরে জেলা প্রশাসক বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। তিনি জানান, ইউএনও ও এসিল্যান্ডকে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here