নালিতাবাড়ীতে সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন

2

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্যাসীভিটা গ্রামের কাঁচা সড়ক দ্রুত পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বুধবার (২৭ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাঘবেড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা জাহিদ হোসেন রুমান, সভাপতি মো. ইউসুফ মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সমাজসেবক ডা. সামিদুল ইসলাম, ৫নং ওয়ার্ডের মেম্বার আলম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সন্যাসীভিটা গ্রামের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এ রাস্তা কাদায় অচল হয়ে পড়ে। তাই এলাকাবাসীর সুবিধার্থে অবিলম্বে সড়কটি পাকা করার দাবি জানান তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here