Thursday, September 18, 2025
spot_img
Home শেরপুর পুলিশকে পিটিয়ে দিল আসামির স্বজনেরা

পুলিশকে পিটিয়ে দিল আসামির স্বজনেরা

1
media image
ছবি

‎নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্যসহ তিনজন হামলার শিকার হয়েছেন।

হামলার ঘটনায় করা মামলায় ৪ জনকে গ্রেফতার করে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। মঙ্গলবার বিকেলে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহত ব্যক্তিরা হলেন, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক, কনস্টেবল নাজমুল আহসান ও স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া।

‎হামলায় জড়িত গ্রেফতারকৃতরা হলেন, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমান (৫৫), রায়হান মিয়া (১৯), জোহরা বেগম (৪৫) ও নুরুন্নাহার বেগম (৩৭)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি গ্রামের মাজম আলীর (৪০) বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা আছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করতে যায় নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল। এ সময় মাজম আলীসহ কয়েকজন পোড়াবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা কেনাবেচা করছিলেন। তখন দলটি অভিযানে গেলে আসামির স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওই এএসআই ও কনস্টেবল আহত হন। আসামির স্বজনদের ঠেকাতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া। পরে তাঁদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হামলায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here