Wednesday, November 12, 2025
spot_img
Home শেরপুর ভাতিজা বউকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেফতার

ভাতিজা বউকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেফতার

11
media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ভাতিজার বউকে (৩০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব কলসপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত আবুল কাসেমকে শনিবার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত আবুল কাসেম পূর্ব কলসপাড় এলাকার পচন শেখের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে প্রতিদিনের মতো ভুক্তভোগী নিজ ঘরে শুয়ে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী চাচা শশুর আবুল কাসেম সুযোগ বুঝে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ভুক্তভোগী চিৎকার শুরু করলে আবুল কাসেম ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here