ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক ভূয়া পশু পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ৮০ হাজার টাকার একটি ষাঁড় গরু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গান্ধিগাঁও এলাকায়।
ভুক্তভোগী আব্দুল হাকিম জানান, স্থানীয় তুহিন মিয়া নিজেকে পশু পল্লী চিকিৎসক পরিচয় দিয়ে তার ষাঁড় গরুটির চিকিৎসা করেন। কিন্তু ভুল চিকিৎসার ফলে গরুটি মারা যায়।
এ ঘটনায় গরুর মালিক আব্দুল হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম. ফায়েজুর রাজ্জাক আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত গরুটি দেখেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফায়েজুর রাজ্জাক বলেন, তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে কোনোভাবে ডাক্তারের পরিচয় দিতে পারে না, কারণ তার কোনো সনদ বা প্রশিক্ষণ নেই। তার এই কর্মকাণ্ড আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, তুহিন দীর্ঘদিন ধরে উপজেলা প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তা পরিচয়ে পশু চিকিৎসা দিয়ে আসছে। তার ভুল চিকিৎসায় ইতিমধ্যে আরও দুটি গরু মারা গেছে বলে তারা দাবি করেন।
গ্রামের বাদশা মিয়া ও ভুক্তভোগী আব্দুল হাকিমসহ স্থানীয়রা ভূয়া চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

