ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ভূমি অফিস ও মসজিদ রোড মোড় থেকে ধানহাটি মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে রাস্তার উন্নয়নের অনুমোদন হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জানা গেছে, ১৯৮৪ সালে ঝিনাইগাতী উপজেলা প্রতিষ্ঠার পর ইটের সলিং দিয়ে প্রথম রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর দীর্ঘ সময় কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকে। একবার দায়সারা মেরামত করা হলেও তাতে কোনো সুফল মেলেনি। বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় চরম ভোগান্তির।
সম্প্রতি এই বিষয়ে এ প্রতিনিধির প্রতিবেদনের পর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় ১৪৩১ সালের হাটবাজার ইজারার খাত থেকে ১০ শতাংশ হারে ১৬ লাখ ৯০ হাজার টাকা রাস্তার সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন করা হয়। টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত কাজ বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার নেমে আসে। তারা বলেন, এই রাস্তার কারণে আমরা বহু বছর ধরে কষ্টে ছিলাম। এখন অনুমোদন পাওয়ায় আমরা উপজেলা প্রশাসন ও ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, রাস্তাটির অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগিরই টেন্ডারের মাধ্যমে উন্নয়নকাজ শুরু হবে। এছাড়া বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য দুটি ট্রলি গাড়ি ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।