মনিপুরে নতুন করে সহিংসতার নেপথ্যে কী?

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪ রোববার

মনিপুরে নতুন করে সহিংসতার নেপথ্যে কী?

মনিপুরে নতুন করে সহিংসতার নেপথ্যে কী?

ভারতের মনিপুর রাজ্যের দুটি জেলায় কারফিউ এবং অন্য আরেকটি জেলায় চলাচলের ওপরে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় পাঁচটি জেলায়।পুলিশ বলছে যে বুধবার নতুন কোনও সহিংসতা না ঘটলেও মঙ্গলবার সারা দিন দফায় দফায় যে সংঘর্ষ চলেছে ছাত্র-আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে, তা রাত পর্যন্ত জারি ছিল।

এডিটর্স গিল্ড অফ মনিপুরের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক ওয়াই রূপাচন্দ্র সিং বলছিলেন, “মঙ্গলবার রাত পর্যন্তও গুলির শব্দ শোনা গেছে ইম্ফলে। বহু জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনকারী ছাত্ররা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের ছোটখাটো সংঘর্ষও হয়েছে একাধিক জায়গায়।”

“তবে সামাজিক মাধ্যমে অনেক ধরণের ভুয়া ভিডিও ছড়াচ্ছে, ভুয়া খবরও ছড়াচ্ছে। যেমন এখানে নাকি স্বাধীনতার দাবিতে মানুষ পথে নেমেছেন। মনিপুরে কোনও স্বাধীনতার দাবি ওঠেনি।বরং মেইতেই আর কুকি – দুই গোষ্ঠীই এক ধরনের প্রতিযোগিতায় নেমেছে যে কারা কত বেশি ভারতের জাতীয় পতাকা ওড়াতে পারে,” বলছিলেন রূপাচন্দ্র সিং।