প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিল নির্বাচন কমিশন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিল নির্বাচন কমিশন

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা সহায়তা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদান করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন উনত্রিশ লাখ আট হাজার দুইশ উনসত্তর টাক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদানের লক্ষ্যে এসংক্রান্ত একটি চেক স্বাক্ষর করে দেওয়া হয়েছে। সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় গ্রহণ করেছে।গত আগস্টে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।