ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪ ||  আষাঢ় ১১ ১৪৩১

অন আন্ডারস্ট্যান্ডিং

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১৩ জুন ২০২৪  

অন আন্ডারস্ট্যান্ডিং

অন আন্ডারস্ট্যান্ডিং

“যত বেশি তারা কথা বলছিল ও তর্ক করছিল, তত কম তারা পরস্পরকে বুঝতে পারছিল। শেষপর্যন্ত  তারা নীরব হয়ে গিয়েছিল, পরস্পরের প্রতি অবজ্ঞা ও ঘৃণা হতে।

এবং বোবাদের এই নীরবতা ও অন্ধদের আলাপচারিতার মধ্যে, একই দু:খ,ভয় ও আশা দিয়ে গ্রথিত জগাখিচুরির মধ্যে, ঘৃণা ও বোঝাপড়ার অভাবের  মধ্যে যে মানুষগুলো  কথা বলছিল তাদের মধ্যেই তুমি বিংশ শতাব্দীর ট্রাজেডি বা বিয়োগান্ত নাটকের প্রায় পুরোটা দেখতে পেয়েছিলে।”

সর্বশেষ
জনপ্রিয়