ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি যুক্ত হলো বাংলাদেশের রিজার্ভে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২৮ জুন ২০২৪  

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি যুক্ত হলো বাংলাদেশের রিজার্ভে

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি যুক্ত হলো বাংলাদেশের রিজার্ভে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এ অর্থ যোগ হয়েছে।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, আইএমএফের ঋণের কিস্তির ১১৫ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হয়েছে। এ ছাড়া, কোরিয়া, আইডিবিসহ অন্যান্য দেশ থেকে আরও ৯০ কোটি ডলারের ঋণও রিজার্ভে যুক্ত হয়েছে। সব মিলিয়ে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৬৫০ কোটি ডলারে। বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তির আওতায় গত সোমবার তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় আইএমএফ।

গত বছরের ফেব্রুয়ারিতে ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পেয়েছিল বাংলাদেশ। গত ডিসেম্বরে পায় দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার। তিন কিস্তিতে আইএমএফের কাছ থেকে মিলল প্রায় ২৩১ কোটি ডলার। ঋণের বাকি প্রায় ২৩৯ কোটি ডলার ২০২৬ সাল পর্যন্ত আর চারটি কিস্তিতে পাওয়া যাবে।

বাংলাদেশ ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণের আবেদন করে। এর ছয় মাস পর গত বছরের ৩০ জানুয়ারি ৩৮টি শর্তে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে সংস্থাটি।

ব্যবসা বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়