ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪ ||  আষাঢ় ১৪ ১৪৩১

আইফোন-ম্যাকবুকে নতুন চমক আনছে অ্যাপল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ১৯ জুন ২০২৪  

আইফোন-ম্যাকবুকে নতুন চমক আনছে অ্যাপল

আইফোন-ম্যাকবুকে নতুন চমক আনছে অ্যাপল

আপকামিং আইফোন থেকে শুরু করে ম্যাকবুক ল্যাপটপগুলোকে আরো হালকা-পাতলা করার পরিকল্পনা করছে অ্যাপল। সেইসঙ্গে০ ডিভাইসগুলোতে আনা হচ্ছে আরো প্রিমিয়াম লুক। সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী বছর লঞ্চ হতে চলা আইফোন-১৭ ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ, ম্যাকবুক এবং অ্যাপল ওয়াচসহ একাধিক গ্যাজেটে উল্লেখযোগ্য স্লিম বডি দেখা যাবে। 

ব্লুমবার্গের পাওয়ার অন নিউজ লেটারের রিপোর্টে মার্ক গারম্যান বলেছেন, অ্যাপল তাদের পরবর্তী ডিভাইসগুলো আরো স্লিম করার দিকে মনোনিবেশ করেছে। 

তবে মার্ক গারম্যানের রিপোর্টে ডিভাইসগুলো কতটা পাতলা হবে, বা সেগুলো স্লিম করে তোলার জন্য যে চ্যালেঞ্জগুলি হতে পারে সে সম্পর্কে কিছু বলেনি।

সম্প্রতি আইপ্যাড প্রো ট্যাবগুলো বাজারে উন্মোচন করছে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল, যা পারফরম্যান্স বা ব্যাটারি লাইফের সঙ্গে খুব বেশি আপস না করে একটি পাতলা ডিজাইনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর এটি সম্ভব হয়েছে আইপ্যাড এবং ম্যাকবুক লাইনআপের জন্য তৈরি কোম্পানির লেটেস্ট এম সিরিজের প্রসেসরগুলোর জন্য।

সর্বশেষ
জনপ্রিয়