ঢাকা, সোমবার   ২৪ জুন ২০২৪ ||  আষাঢ় ১০ ১৪৩১

আরব আমিরাতে ঈদের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১৬ জুন ২০২৪  

আরব আমিরাতে ঈদের জামাত অনুষ্ঠিত

আরব আমিরাতে ঈদের জামাত অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ভোর থেকে ঈদুল আজহা উদযাপন শুরু হয়েছে এবং দেশজুড়ে ঈদগাহ ও মসজিদ ঈদের নামাজ আদায় করেছেন।রোববার (১৬ এপ্রিল) সকালেই দেশটির মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জেনারেল অথরিটি অব দ্য ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা অনুযায়ী আবুধাবিতে সকাল ৫টা ৫০ মিনিটে, আল আইন ৫টা ৪৪ মিনিটে, দুবাই ৫টা ৪৫ মিনিটটে, শারজাহ ৫টা ৪৪ মিনিটে, আজমান ৫টা ৪৪ মিনিটে, উম আল খোয়াইন ৫টা ৪৩ মিনিটে, রাস আল খাইমাহ ৫টা ৪১ মিনিটে এবং ফুজাইরাতে ৫টা ৪১ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রবাসে ঈদের অনুভূতি দুবাই প্রবাসী আহসান বলেন, দূর প্রবাসে স্বজনহীন ঈদে অবশ্য খুশির আমেজে কমতি রয়েছে। তবুও আমাদেরকে ঈদ উদযাপন করতে হয়। সাধারণ প্রবাসীরা এখানে কোরবানি না দিলেও দেশে কোরবানি দিয়ে থাকেন।

সর্বশেষ
জনপ্রিয়