ঢাকা, মঙ্গলবার   ২৫ জুন ২০২৪ ||  আষাঢ় ১২ ১৪৩১

ইসরায়েলের আট সেনা নিহতের ঘটনায় যা বলল হামাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ১৬ জুন ২০২৪  

ইসরায়েলের আট সেনা নিহতের ঘটনায় যা বলল হামাস

ইসরায়েলের আট সেনা নিহতের ঘটনায় যা বলল হামাস

দক্ষিণ গাজায় সামরিক যানে বিস্ফোরণে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত জানুয়ারি মাসের পর একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি সেনা নিহতের ঘটনা।ফিলিস্তিনি যোদ্ধা দল হামাস আট ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে। তারা বলেছে, সামরিক যানটি তারা লক্ষ্যবস্তু করে।

ফিলিস্তিনি অস্ত্রধারী গোষ্ঠীটি বলেছে, কয়েকটি অস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলি সামরিক বহরের যানটি লক্ষ্যবস্তু করেন। একপর্যায়ে এটিতে আগুন ধরে যায়। এরপর এটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটে। সামরিক যানটির ভেতরে থাকা এক কমান্ডারসহ আটজন সেনা নিহত হন।

ফিলিস্তিনের দক্ষিণ রাফাহ শহরে ইসরায়েলি বাহিনী বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে। অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা রাফাহ শহরে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে। তা সত্ত্বেও ইহুদি ইসরায়েল সেখানে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা সেখানে স্বল্প পরিসরে অভিযান চালাচ্ছেন। সীমান্ত ক্রসিংয়ের মতো তারা রাফাহর গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছেন।

এদিকে যুক্তরাজ্যের সমুদ্র বিষয়ক ব্যবসা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, লোহিত সাগরে পালাউ এর পাতাকাবাহী একটি জাহাজ থেকে  ক্রু সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটিতে হামলা করা যায় তার ফলে এটিতে আগুন ধরে যায়। চলতি সপ্তাহের শুরুতে আরেকটি জাহাজে একই ধরনের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইয়েমের অস্ত্রধারী গোষ্ঠী হুতি হামলার দায় স্বীকার করে।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ টার্গেট করছে।

সর্বশেষ
জনপ্রিয়