ঢাকা, রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

এ মাসেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি : নসরুল হামিদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ৪ জুলাই ২০২৪  

এ মাসেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি : নসরুল হামিদ

এ মাসেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি : নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, এ মাসেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য চূড়ান্ত চুক্তি সই হবে। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জুলাই মাসেই চুক্তি করতে যাচ্ছি। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২০ বছর একই দরে বিদ্যুৎ পাওয়া যাবে। অন্যদিকে গ্যাস ও কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুতের দাম স্থিতিশীল নয়। কয়লা ও গ্যাসের দাম ওঠা-নামার সঙ্গে দাম কমবেশি হয়। যে গ্যাস ৭ ডলারে কিনেছি একই পরিমাণ গ্যাস ৬৭ ডলার দিয়ে কিনতে হয়েছে। এতে পেট্রোবাংলার ৩৫ হাজার কোটি টাকা বেশি খরচ হয়েছে।’

গত ১১ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন দেন। নেপাল থেকে আসবে জলবিদ্যুৎ যা মূলত বর্ষা মৌসুমে আসবে। আর শীতের সময় পানি শুকিয়ে যায় যে কারণে জলবিদ্যুতের উৎপাদন কোথাও কমে যায় ও কোথাও বন্ধ হয়ে যায়। নেপালের ওই বিদ্যুৎ ভারতের উপর দিয়ে আনতে হওয়ায় ভারতকে সঞ্চালন চার্জ ও ট্রেডিং চার্জ দিতে হবে। 

সর্বশেষ
জনপ্রিয়