ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪ ||  আষাঢ় ১১ ১৪৩১

কবিতা পর্ব : ভালো লাগে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১১ জুন ২০২৪  

কবিতা পর্ব : ভালো লাগে

কবিতা পর্ব : ভালো লাগে

কোন এক ঝুম বৃষ্টিতে
ভিজে চুর হয়ে বলেছিলেন
বৃষ্টি আপনার খুব ভালো লাগে
আপনার বৃষ্টি দেখাই আমার ভালো লাগে!

সেদিন খালি পায়ে
ঘাসের ওপর হেঁটেছিলেন
বৃষ্টিতে ভিজতে আপনার খুব ভালো লাগে
আপনার বৃষ্টি ভেজা স্নান আমার ভালো লাগে!

সেদিন খোলা চুলে
উন্মাদের মতো হেসেছিলেন
অমন শব্দ করে আপনার হাসতে ভালো লাগে
আপনার সে হাসি দেখতে আমার ভালো লাগে!

সেদিন ভেজা ঠোঁটে
আমাকে চুমু খেয়েছিলেন
ভেজা ঠোঁটে চুমু খেতে আপনার ভালো লাগে
আপনার উষ্ণ চুমু নিতে আমার ভালো লাগে!

****

সর্বশেষ
জনপ্রিয়