ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

কবিতা পর্ব : স্নানের ব্যাকরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ১৫ জুন ২০২৪  

কবিতা পর্ব : স্নানের ব্যাকরণ

কবিতা পর্ব : স্নানের ব্যাকরণ

স্নানের ব্যাকরণ

স্নানের ব্যাকরণ তুমি জানো না গোঁসাই?
স্নানে নামলে ডুব দেতে অয়।
খাঁড়াইয়া খাঁড়াইয়া যদি মগ দিয়া পানি ঢালো
হেইডারে আবার স্নান কয় নাকি?
পেরেম অইল এইরহম সমুদ্দুরে স্নান।
তাতে ডুব দেওন লাগে।
যে সমুদ্দুরেও নামে আবার ডুবও দেয় না
সে ভেজে কিন্তু স্নানের সাধ পায় না গোঁসাই।
আসলে কি কও তো—সে তাবৎ দুইন্নাইকে
ঠগানোর আগেও নিজেরে ঠগায় সবচাইক্কা বেশি।
কেবল ভাবে কী সুখ আমিই জিইততা গেছি...

****

সর্বশেষ
জনপ্রিয়