ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

কবিতা : গহীন অন্ধকারে একা একা দৌড়াই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ১৪ জুন ২০২৪  

কবিতা : গহীন অন্ধকারে একা একা দৌড়াই

কবিতা : গহীন অন্ধকারে একা একা দৌড়াই

গহীন অন্ধকারে একা একা দৌড়াই

গহীন অন্ধকারে একা একা দৌড়াই।
অনুপম বলেছিল, কবিতা পারি না
ফেসবুকিং পারি শুধু
লিটলম্যাগ জানে কবিতার পুরত্ব ও ওজন।

ঝরাপাতা ওড়ে, সবুজপাতা উথলায়
সবুজ জানে না পরবর্তী গন্তব্য
গহীন অন্ধকারে একা একা দৌড়াই আমি
হ্যামিলিয়নের বাঁশি বের করবো কি না ভাবছি
ভাবছি আর হাঁটছি
গহীন অন্ধকারে ভাবনা আর চিন্তার নীড়।

জন্মের সময় একাই লড়েছি
মৃত্যুর সময়ও একাই লড়তে হয়
বাঁশি হাতে একাই নেমে পড়ি লড়াইয়ে
গহীন অন্ধকারে একা একা দৌড়াই
দিনের শত্রুদের সঙ্গে লড়াই করি না
রাতের শত্রুদের চিনে নিতে চাই।

গহিন অন্ধকারে একা একা দৌড়াই
আলো দেখি অনেক দূরে।

****

সর্বশেষ
জনপ্রিয়