ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

কবিতা : জাগতে হবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ৯ জুন ২০২৪  

কবিতা : জাগতে হবে

কবিতা : জাগতে হবে

খোকন সোনা আর ঘুমাস না
খোল রে এবার দোর,
রবির আলো ছড়িয়ে দিতে
ডাক দিয়েছে ভোর।

কিচিরমিচির করছে পাখি
গাছের শাখে শাখে,
তুই তো সবার আশার আলো
জাগবি সবার আগে।

আর ঘুমাস না লক্ষ্মী আমার
খোল রে দুটি আঁখি,
নামটি ধরে ডাকছে তোরে
বউ কথা কও পাখি।

ধেণুগুলো উঠছে জেগে
যেতে সবুজ মাঠে,
ছলাৎ ছলাৎ ঢেউয়ে তরী
যাচ্ছে নদীর ঘাটে।

ভোরের বাতাস বলছে ডেকে
আসছি আমি বেগে,
নারী-পুরুষ শিশু-কিশোর
উঠতে হবে জেগে।

সূর্যমামা অস্ত গেলে
দিনটা হবে শেষ,
কেমন করে গড়বি তখন
সোনার বাংলাদেশ।

সর্বশেষ
জনপ্রিয়