ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

কবিতা : যিশুরা কাঁদছে ফিলিস্তিনে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ২৭ জুন ২০২৪  

কবিতা : যিশুরা কাঁদছে ফিলিস্তিনে

কবিতা : যিশুরা কাঁদছে ফিলিস্তিনে

যিশুরা কাঁদছে ফিলিস্তিনে

তাবুর ভেতরে উদ্বাস্তু নারী ও শিশু
চোখ মেলে দেখো কাঁদছে যিশু।
ও তোমাদের আমেরিকান যিশু থেকে
আরবের যিশু কি আলাদা হয়েছে?

রাজা ডেভিড মাথা নিচু করে আছে
আর তোমার আরবের যিশুরা কাঁদছে।
ইদ্রিস নবীর প্রজ্ঞা এসেছিল বলে
যুধিষ্ঠির তুমি চক্রবর্তী এক সম্রাট
ধর্মরাজ হয়েছিলে এইখানে।
তবুও তোমরা মহাভারতের পূজারি
আর্যাবর্তের অধিবাসী আছো যারা-
কীভাবে এড়িয়ে যাবা সেই বিপন্ন ভূমি
যেখানে মানুষ হেরে যায়
মুসার লাঠি হারিয়ে যাওয়ায়
মানবতা ধূলায় লুটায়?

যেখানে ইব্রাহিম এসেছিল
যেখানে দাউদ এসেছিল
যেখানে সুলেমান কাটালো জীবন
যেখানে ঈসা নবী এসেছিল
যেখানে পড়েছিল মুহম্মদের ধূলি
সেখানে মানবতার জন্য কাঁদছে পৃথিবী।

আহ আমেরিকান যিশু
তুমি কি আরব থেকে আলাদা হয়ে গেছো?
আহ মহাভারতের যুধিষ্ঠির
তুমি কি পালালে এই জগৎ সংসার ছেড়ে?
আহ ন্যায় বিচারের ডেভিড
কোথায় চলে গেছ তুমি জেরুজালেম ছেড়ে?

চেয়ে দেখো ফিলিস্তিনের নারী ও শিশু
ইফতারের আগে ঘাসের স্যুপ নিয়ে বসে আছে।
এক টুকরো রুটির জন্য দিনের পর দিন
তাকিয়ে আছে জাতিসংঘের দিকে।
আমেরিকান যিশুর সমর্থন নিয়ে
মেঘের ওপর থেকে বর্ষিত হয় বোমা
বাড়ি ঘর আর বসতির সাথে সাথে
কারো কারো হাত, পা, চুল
অথবা মগজ উড়ে যায়।
কামানের গোলার বিরুদ্ধে,
জঙ্গী বিমানের গোলাবর্ষণের বিরুদ্ধে
পাথরের অস্ত্র বেমানান জেনেও
এতিম শিশুটি পাথর ছুঁরে মারে প্রবল ঘৃণায়
কারণ সে শত্রুকে চিনে গেছে।

মহাভারতের যুধিষ্ঠির চক্রবর্তী সম্রাট
তুমি নাকি সত্যবাদী ধর্মরাজ-
মেঘের ওপর দিয়ে যায় যে বৈমানিক
তুমি কি তার নাম দিয়াছো ইন্দ্রজিৎ?

****

সর্বশেষ
জনপ্রিয়