ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

দুর্গাপুরে জন্মাষ্টমীর প্রসাদের টাকা বন্যার্তদের মাঝে বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ২৬ আগস্ট ২০২৪  

দুর্গাপুরে জন্মাষ্টমীর প্রসাদের টাকা বন্যার্তদের মাঝে বিতরণ

দুর্গাপুরে জন্মাষ্টমীর প্রসাদের টাকা বন্যার্তদের মাঝে বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ অনুষ্ঠানের মহাপ্রসাদের টাকা দেশের বন্যা কবলিত এলাকায় বিতরণ করেন দুর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ।প্রসাদ বিতরনের মধ্য থেকে ১৬ হাজার ১শত টাকা প্রদান উপদেষ্টার ত্রান তহবিলে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর হাতে তুলে দেয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি‘র সাবেক সহ-সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা বিএনপি‘র যুগ্নআহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মো. রাশেদুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার প্রমুখ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড মানেশ সাহা বলেন, আমরাও বন্যার্তদের শোকে শোকাহত। এবারের অনুষ্ঠানে উৎসবের ব্যয় সীমিত ও প্রসাদ বিতরণ না করে ওই টাকা দেশের বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়