ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ১৬ জুন ২০২৪  

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, কুরবানি আমাদের মাঝে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার দেশবাসীর প্রতি এক শুভেচ্ছা বাণীতে রাষ্ট্রপতি এ কথা জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, কুরবানির ত্যাগ আমাদের মাঝে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।

বাণীতে দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষ কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

তিনি সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়