ঢাকা, রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

নেত্রকোণা জেলায় যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ৪ জুলাই ২০২৪  

নেত্রকোণা জেলায় যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

নেত্রকোণা জেলায় যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

১২তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এখন ঘর গোছাতে মনোযোগী আওয়ামী লীগ।বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ( প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়ে দলে ‘নতুন রক্ত’ সঞ্চালন, আগামীর নেতৃত্ব তৈরি, বিশাল তারুণ্যের আবেগের সঙ্গে আদর্শিক সম্মিলন ঘটানোসহ কয়েকটি লক্ষ্য পূরণে দলে নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন সদস্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।দীর্ঘদিন পর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে তৃনমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী যুবলীগ।

৩ জুলাই, বুধবার বিকালে নেত্রকোনা পৌর এলাকার ১ নং ওয়ার্ডের নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতপাই আঞ্চলিক শাখার হল রুমে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেত্রকোনা সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্স। রৌহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অধ্যাপক ওমর ফারুক , নেত্রকোনাপৌর আ’লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবলীগের সদস্য রুবায়েত হাসান রাসেল, চল্লিশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান লালু , মৌগাতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুজ্জামান পিপুল, লক্ষীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল সরকার,বিশিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ নয়ন মিয়া ,ঠাকুরাকোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়