ঢাকা, মঙ্গলবার   ২৫ জুন ২০২৪ ||  আষাঢ় ১২ ১৪৩১

প্রেমিকের সঙ্গে উরফির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ১৬ জুন ২০২৪  

প্রেমিকের সঙ্গে উরফির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

প্রেমিকের সঙ্গে উরফির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

নেটদুনিয়ায় জনপ্রিয় ভারতের দুই সেলিব্রেটি উরফি জাভেদ ও ওরহান অবত্রমানি ওরফে ওরি। সম্প্রতি তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওরিকে চুম্বন করতে দেখা গেছে উরফিকে। এমনকি বিয়ের কথাও জানিয়েছেন তারা।

সেই ভিডিওতে দেখা গেছে, শুক্রবার রাতে একসঙ্গে একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছেন ওরি-উরফি। এ সময় উরফি পরেছিলেন সবুজ রংয়ের একটি ফ্রক। অন্যদিকে ওরি পরেছিলেন খয়েরি রংয়ের টিশার্ট ও প্যান্ট। রেস্টুরেন্ট থেকে বের হতেই ছবি শিকারীদের কবলে পড়েন তারা। এক সময় ওরির গালে ভালোবাসার চুম্বন এঁকে দেন উরফি।

তাদের দেখে প্রেমিক যুগল মনে হলে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনারা কি বিয়ে করবেন? উত্তরে ওরি সম্মতি জানিয়ে সরাসরি বলেন, কেন করব না? উরফিকে কে বিয়ে করতে চাইবে না!

উরফি আর ওরির জুটি মনে ধরেছে নেটিজেনদের। এ জুটিকে দারুণ মানিয়েছে বলে মনে করছেন উরফি-ওরি ভক্তরা।

ছোট পর্দার অভিনেত্রী উরফি জাভেদ স্টাইল আর উদ্ভট পোশাকের জন্য প্রায়ই মিডিয়ায় আলোচনায় থাকেন। অন্যদিকে মিডিয়ার কেউ না হলেও বলিউডের যেকোনো মিলনমেলা কিংবা পার্টিতে দেখা যায় ওরিকে।

সর্বশেষ
জনপ্রিয়