ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করার নিরাপদ উপায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ২৬ জুন ২০২৪  

ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করার নিরাপদ উপায়\

ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করার নিরাপদ উপায়\

স্মার্টফোন কিংবা ল্যাপটপ; আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এসব ডিভাইস। আর ব্যবহার করতে করতে তাতে ময়লা জমে। আর সময়ের সঙ্গে সঙ্গে ময়লা জমতে জমতে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতি হয়ে যায়। এর মধ্যে অন্যতম হল স্মার্টফোন অথবা ল্যাপটপের চার্জিং পোর্ট। আর ফোন বা ল্যাপটপের চার্জিং পোর্টে ময়লা জমলে তা ডিভাইসের ক্ষতি করে দিতে পারে।

আইফোন এবং অ্যানড্রয়েডের চার্জিং পোর্ট পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো হল – টুথপিকস, কটন বল, রাবিং অ্যালকোহল (অপশনাল), কম্প্রেসড এয়ারের ক্যান। 

চার্জিং পোর্ট পরিষ্কার রাখার উপায়: 

১. কোনো ক্ষতি এড়ানোর জন্য পরিষ্কার করার আগে ফোন সব সময় বন্ধ করে নিতে হবে। 

২. কটন বলের একটা অংশ ছিঁড়ে নিতে হবে। তা টুথপিকে জড়িয়ে নিতে হবে। অথবা কটন বাডস সরাসরি ভাবে ব্যবহার করা যেতে পারে।

৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা উচিত নয়।

৪. চার্জিং পোর্টে কটন বাডস অথবা টুথপিকের অগ্রভাগটা প্রবেশ করাতে হবে। ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। তা যাতে সমস্ত জায়গায় পৌঁছয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে:

১. ডিভাইস প্রথমে বন্ধ করতে হবে। কিংবা পাওয়ার সোর্স থেকে তা আনপ্ল্যাগ করতে হবে।

২. ডিসি পাওয়ার পোর্টের ভিতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনও ভঙ্গুর পিন রয়েছে কি না, সেটা নিশ্চিত করতে হবে।

৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের উপায় মেনে বাকিটা করতে হবে।

চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধ করার উপায়:

১. যত্নের সঙ্গে এই সব ডিভাইস ব্যবহার করতে হবে। বিশেষ করে প্লাগিং এবং আনপ্লাগিং করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে।

২. ময়লা যাতে না জমে, তার জন্য নিয়মিত পরিষ্কার করা আবশ্যক।

৩. ধুলো-ময়লা থেকে রক্ষা করার জন্য চার্জিং পোর্টের জন্য প্রোটেক্টিভ কভার ব্যবহার করতে হবে। 

সর্বশেষ
জনপ্রিয়