ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্ত মানুষের পাশে হাইওয়ে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২৫ আগস্ট ২০২৪  

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্ত মানুষের পাশে হাইওয়ে পুলিশ

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্ত মানুষের পাশে হাইওয়ে পুলিশ

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্ত মানুষের মাঝে হাইওয়ে পুলিশ সিলেটের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামে দেড়শত পরিবারের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন হাইওয়ের সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, সাংবাদিক এস আর অনি চৌধুরীসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো শুকনো খাদ্যসামগ্রী চিড়া, মুড়ি, ডাল, তেল, লবণ, বিস্কুট, সেলাইন ও পানি।

অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ জানান, যে কোনও দুর্যোগে পুলিশ মানুষের সেবায় পাশে আছে। আমরা বিশ্বাস করি সমাজের সকল শ্রেণিপেশার মানুষ একসাথে কাজ করলে আমরা সহজে এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। 

দেশের এই ক্রান্তিলগ্নে তিনি সবাইকে নিজ নিজ সামর্থ্যানুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়