ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

যে কারণে ইসরায়েলি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ১৫ জুন ২০২৪  

যে কারণে ইসরায়েলি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

যে কারণে ইসরায়েলি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

গাজার বেসামরিক নাগরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার জেরে ইসরায়েলের একটি গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র দফতর এই পদক্ষেপ নেয়।

জানা গেছে, জাভ নাইন নামের ওই গোষ্ঠীর সদস্যরা জর্ডান থেকে গাজাগামী সড়কগুলো রুদ্ধ করে ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ করার চেষ্টা করেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, গোষ্ঠীটি ত্রাণবাহী ট্রাকগুলোর ক্ষতি সাধন করেছে এবং মানবিক সাহায্যগুলো রাস্তায় ফেলে দিয়েছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, দুর্ভিক্ষের ঝুঁকি এবং গাজার মানবিক সঙ্কট এড়াতে মানবিক সহযোগিতা পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই নিষেধাজ্ঞা আরোপের আগে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে ওই সব উগ্রবাদী ইসরায়েলি বসতিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার অনুমতি দেওয়া হয়েছে।

মিলার বলেন, ১৩ মে জাভ নাইন গোষ্ঠীর সদস্যরা গাজাগামী দুইটি ট্রাক পশ্চিম তীরে লুট করে এবং পুড়িয়ে ফেলে।

মিলার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ওই সব গোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনবে যারা গাজায় মানবিক সাহায্য সরবরাহে বাধা দেবে এবং ইসরায়েলি সরকারকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
জনপ্রিয়