ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪ ||  আষাঢ় ১৪ ১৪৩১

যে কারণে নেতানিয়াহুর সরকার উৎখাত হতে পারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১৯ জুন ২০২৪  

যে কারণে নেতানিয়াহুর সরকার উৎখাত হতে পারে

যে কারণে নেতানিয়াহুর সরকার উৎখাত হতে পারে

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধী শক্তিগুলো একত্রিত হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সোমবার ইসরায়েলের একটি এফএম রেডিও পরিচালিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন।

অনুষ্ঠানে লাপিদ বলেন, এই সরকারকে উৎখাত করা উচিত। যেহেতু গ্যান্টজ অবশেষে সরকার ছেড়েছে, আমাদের কাছেও উপায় রয়েছে। বিরোধীরা একসঙ্গে কাজ করবে। সরকারকে পতনের জন্য আমরা অহংবোধ ছাড়াই ঐক্যবদ্ধ হব।

গত ৯ জুন, বেনি গ্যান্টজ এবং গাদি আইজেনকোট ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই নেতানিয়াহুর অতি ডানপন্থি জোটের অংশীদারগণ নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন।

এদিকে, বর্তমান অবস্থায় অতি ডানপন্থি জোটের অংশীদারদের নিয়ে নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের মতো পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের সাথে নেতানিয়াহুর সম্পর্ক আরও নাজুক করে তুলতে পারে।

সর্বশেষ
জনপ্রিয়