ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪ ||  আষাঢ় ১৪ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাউশি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ২১ জুন ২০২৪  

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাউশি

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাউশি

দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ জুন ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।গতকাল বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশ এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষে ঢাকাসহ সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব অবস্থানে এক মিনিট দাঁড়িয়ে ‘মাদককে না বলুন’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

আগামী ২৬ জুনের কর্মসূচির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে এক মিনিট দাঁড়িয়ে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালন করতে হবে।

সর্বশেষ
জনপ্রিয়