ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৪  

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সিনিয়র-জুনিয়র সাংবাদিকদের সাথে জেলার নবাগত পুলিশ সুপার এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।রবিবার( ৮ সেপ্টেম্বর)বেলা সাড়ে বারোটার দিকে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সিনিয়র-জুনিয়র সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এসময় শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম (প্রশাসন ও অর্থ)এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনটিভি স্টাফ রিপোর্টার কাকন রেজা, দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, দৈনিক জনকন্ঠ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, প্রথম আলো জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুরে দৈনিক তথ্যধারা চীফ রিপোর্টার আসাদুজ্জামান মুরাদ,আনন্দ টিভি জেলা প্রতিনিধি মারুফুর রহমান মারুফ,নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, সিনিয়র সাংবাদিক এস এম শহিদুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি মোঃ জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, চ্যানেল২৪ জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, নিউজ২৪ জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, মানবাধিকার সংস্থা আমাদের আইন এর শেরপুর জেলা শাখার সেক্রেটারি সাংবাদিক নাজমুল আলম প্রমূখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র-জুনিয়র সাংবাদিকেরা, জেলা পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্য মাধ্যমে বলেছেন যে,গত ৪আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর আমার পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা যোগ্য পুলিশ সুপার হিসেবে শেরপুর জেলায় আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাদের চাকর ও সারাদেশের চাকর বলেছেন, আমি চাকর হিসেবে কাজ করবো আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা কামনা করছি, সাংবাদিকদের সঙ্গে থেকে শেরপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে পরিচিত করতে পারি। জেলা সকল প্রকার কাজে আমাকে আপনাদের সহযোগিতা চাই। এবং আমার কাছে কোন অপরাধী মাফ পাবেনা বলে জানান।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়