ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

সচিবালয় ঘেরাওকারীরা আনসার লীগের সদস্য : সমন্বয়ক সারজিস আলম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২৭ আগস্ট ২০২৪  

সমন্বয়ক সারজিস আলম

সমন্বয়ক সারজিস আলম

সচিবালয় ঘেরাওকারী আনসার সদস্যরা ‘আনসার লীগ’ এর সদস্য বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। গতকাল সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ছাত্রদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদ, সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

সারজিস আলম বলেন, ‘সচিবালয়ে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়, ওরা আনসার লীগের সদস্য। তারা তাদের সময়ে জনগণকে সেবা না দিয়ে, ঐ লীগকে সেবা দিয়ে এসেছে। তারা যোগ্যতার ভিত্তিতে না এসে, পা চেটে-তোষামোদ করে এখানে এসেছিল। তারা গতকাল সকালে যখন ঐখানে আসে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা দুইজন সরকারে রয়েছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে ঐ বিষয় নিয়ে কথা বলছিল। তাদের একাধিক আলোচনা হয়েছে। এরপরে আমি এবং হাসনাত আব্দুল্লাহ আমাদের আহত ছাত্রদের স্বাস্থ্য ও শহীদদের ব্যাপারে কথা বলতে স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ঐ আনসার সদস্যদেরকে দেখি তখন আমরা তাদের বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই। কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভেতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করা হয়। দুপুরে একবার কথা হয়, সন্ধ্যায় একবার কথা হয়। তারা কনভিন্সড হয়। তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবি গুলোর জন্য যৌক্তিকতার ভিত্তিতে কিছু সময় দাবি করা হয়।’

তিনি বলেন, ‘তারা কনভিন্সড হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন বাইরে থেকে সকলে নয়, কতিপয় আনসার সদস্য সেগুলো মেনে নেয় না। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল দাবি মেনে নেওয়া না মেনে নেওয়া নয়, তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করা। গতকাল সচিবালয়ে আনসারদের হয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন দিয়েছেন তিনি এক সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন। সেই স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ অসংখ্য পাচাটা পেটুয়া বাহিনী আনসারের নাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার অন্যান্য শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা জেনেছি এর আগে যিনি আনসারের ডিজি ছিলেন তিনি আওয়ামী লীগের মদদপুষ্ট ডিজি ছিলেন। ঐ পাচাটা ডিজিকে ছাত্রজনতার ওপর রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীলনকশার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ঐ জায়গা থেকে উৎপাটন করতে হবে।’

এর আগে, গতকাল আনসার সদস্যদের দ্বারা সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে অবরুদ্ধ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয় ঘেরাও করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় চার আনসার সদস্য সহ ৪০ জন শিক্ষার্থী আহত হন। 

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়