ঢাকা, সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

সারা বিশ্বে সৎ ও সাহসী প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা : নিউইয়র্কে মির্জা আজম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ৫ জুলাই ২০২৪  

সারা বিশ্বে সৎ ও সাহসী প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা : নিউইয়র্কে মির্জা আজম

সারা বিশ্বে সৎ ও সাহসী প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা : নিউইয়র্কে মির্জা আজম

যুব সংগঠনে বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব প্রদানকারী দুজনের একজন মির্জা আজম যুক্তরাষ্ট্রে আগমন করায় দুই দশক আগের চেহারায় ফিরেছেন যুবলীগের নেতা-কর্মীরা। বিস্ময়কর জাগরণ ঘটেছে সংগঠনের সাবেক নেতা-কর্মীরা একত্রিত হয়ে সমাবেশ করার মধ্য দিয়ে। নিউইয়র্কে যুবলীগের সাবেক নেতা-কর্মীদের এই অভূতপূর্ব সমাবেশটি হয় ১ জুলাই সন্ধ্যায়। এর মধ্যমণি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম এই সমাবেশে বলেন, ‘আজ যদি বিশ্বের তিনজন সৎ প্রধানমন্ত্রীর নাম সামনে আসে তার মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা একজন। সারা বিশ্বে সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রীর মধ্যেও শেখ হাসিনা নম্বর ওয়ান।’ মির্জা আজম আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে একাত্তরের রাজাকারদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য ঘৃণিত ও নিন্দিত জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান লন্ডনে বসে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে দেশপ্রেমিক প্রবাসীরাও অপরিসীম ভূমিকা রাখছেন।

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি পার্টি হলে আয়োজিত এ সমাবেশে সূচনা বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মিসবাহ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরিদ আলম। পরিচিতি পর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন হাজি এনাম, আবদুুর রহিম বাদশা, রেজাউল করিম, এম এ করিম জাহাঙ্গির, শাহাদৎ হোসেন, সাখাওয়াত আলী, শেখ জামাল হুসেন, শেখ আতিক, বীর মুক্তিযোদ্ধা নজমুল হক, জিল্লুর রহমান, সাইদুর রহমান শেলী, রবিউল ইসলাম, আবুল হুসেন, সাইফুল আলম সিদ্দিকী, আকতার হোসেন প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়