ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ১ জুলাই ২০২৪  

সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

নেত্রকোণা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স জেলা জজ আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সকাল ১০ টায় নেত্রকোণা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ এর সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিমি সাহা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইমুন আল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, সহকারী জজ শফিউল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, বিজিবি প্রতিনিধি, নেত্রকোণা জেলা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ এস এম মাহবুবুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: অসিত রায় প্রনব, রাজস্ব কর্মকর্তা মজিবুর রহমান, প্রবেশন অফিসার মো: রফিক উদ্দিন, ডেপুটি জেলার আবু সালাম, পুলিশ পরিদর্শক মো: তরিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক ইমদাদুল বাশার, পুলিশ পরিদর্শক জাফর ইকবাল, পুলিশ পরিদর্শক আলাউর রহমান, প্রসিকিটর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাজিম উদ্দীন, সহকারী রাজস্ব কর্মকর্তা আশিক উর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক বিআরটিএ কেশব কুমার দাস, পিডিপির সহকারী প্রকৌশলী বরুন ব্যানার্জী, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার, পুর্বধলা থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হক পিপিএম, খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, ট্রাফিক পুলিশ পরিদর্শক মশিউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহানূর রহমান, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার আহাম্মদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাজহারুল হক খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাসেল আহম্মদ খান।

কনফারেন্সে বক্তারা বলেন, পুলিশসহ অংশীদারী সকল প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ বলেন, বিচার প্রার্থীদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একে অপরের পরিপূরক। ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মামলার দ্রুত বিচার ও নিষ্পত্তির লক্ষ্যে মামলার জট-নিরসনের ক্ষেত্রে বিচারিক কার্যক্রম এর সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে মানুষকে প্রকৃত বিচার পাইয়ে দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলেই একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করেই বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। তারই ধারাবাহিকতায়, সমাজের বিচার প্রার্থী মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের প্রতি যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চলতি বছরের জানুয়ারী মাস হতে মে মাস পর্যন্ত ৫৭৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়েছে এবং ৪৬৫৯ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়