ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪ ||  আষাঢ় ১৪ ১৪৩১

১০ কোটি ডলারের বাজেট সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ২৫ জুন ২০২৪  

১০ কোটি ডলারের বাজেট সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

১০ কোটি ডলারের বাজেট সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ১০ কোটি ডলারের বাজেট সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া। আগামী ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে এ সহায়তা পাওয়া যাবে। এ বিষয়ে দু’দেশের মধ্যে সোমবার একটি চুক্তি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে ঋণচুক্তিটি সই হয়েছে। সেকেন্ড স্ট্রেংদেনিং সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-১) নামের একটি কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি জানায়, ঋণচুক্তি অনুযায়ী পরিশোধকাল ২৫ বছর এবং বার্ষিক সুদের হার হবে ১ শতাংশ। রেয়াতকাল পাওয়া যাবে সাত বছর। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডির উইং চিফ এবং অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে এর নির্বাহী পরিচালক হয়াং কিয়ুন। এর আগে চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে ৯ কোটি ডলারের বাজেট সহায়তা দেয় দক্ষিণ কোরিয়া। 

ব্যবসা বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়