শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর তিন আসনের সাবেক এমপি বর্তমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
এ সময় তিনি বলেন, বিএনপি আছে বলেই দেশে গণতন্ত্রের চর্চা আছে। বিগত ১৭ বছরে বিএনপি গণতন্ত্র রক্ষায় আন্দোলন, সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গত ২৪ সালের ৫ই আগস্টে পতনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ বিএনপি সকল অত্যাচার সহ্য করে মুক্ত আকাশে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠিত করার লড়াইয়ে মাঠে কাজ করছে।
বিএনপিকে কোন চক্রান্ত করে ভাঙা যাবে না। বড় দল হিসাবে আওয়ামী দোসরা ঘোলা পানিতে মাছ শিকার করে বিএনপিকে গ্রুপিং, লবিং করার চেষ্টা করবে তাতে আমাদের সকলের সতর্ক থাকতে হবে। বিএনপির কোন নেতা গোপনে আওয়ামীলীগের সাথে আঁতাত করে দলের ক্ষতি সাধিত করলে তদন্ত করে তার বিরুদ্ধে দলীয় হাই কমান্ড ব্যবস্থা নিবে বলে জানান।
বিএনপি নেতা শাহাজান আকন্দর সভাপতিত্বে আব্দুল মান্নানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন লুৎফর রহমান সহ আরো অনেকেই। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিএনপির ভক্তরা খন্ড খন্ড মিছিল ও আনন্দ উল্লাস করে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।