Monday, September 15, 2025
spot_img
Home শেরপুর ঝিনাইগাতীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

ঝিনাইগাতীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

1
media image
ছবি

ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ অবায়দুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

অধ্যক্ষ অবায়দুল ইসলাম আওয়ামীলীগের ক্ষমতার দাপটে বাংলা শিক্ষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষর চেয়ার দখল করেছেন। সে একজন আওয়ামী সমর্থক হিসাবে তৎকালীন নেতাদের সহযোগিতায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে যোগদান করে প্রতিষ্ঠানের শিক্ষার মান নিম্মে নামিয়েছেন।

সরকারি নতুন বই শিক্ষার্থীদের হাতে না দিয়ে অফিস সহকারী শহিদুল ইসলামকে দিয়ে নতুন বই বাজারে বিক্রি করে টাকা পকেটে তুলেছেন।

এ ছাড়া মাদ্রাসার গাছ বিক্রি ও জমি লিজের টাকাও নয় ছয় করেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

নাম না বলার শর্তে শিক্ষকরা জানান, সে নিয়মিত মাদ্রাসায় না আসার ফলে লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা জানান সে যোগদান করে মাদ্রাসা ধব্বংস করেছে। এখন লেখাপড়া হয়নি বলে অধ্যক্ষ হিসাবে অযোগ্য তার অপসারণ দাবি করেন তারা। এ নিয়ে কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও এখনও কারো টনক নড়েনি বলে সচেতন মহল মনে করছেন।

এ ব্যাপারে অধ্যক্ষের কাছে জানতে কয়েক দফায় মাদ্রাসায় যেয়ে তার চেয়ার ফাঁকা পাওয়া গেছে। অবশেষে মোবাইলে সে জানান আমি বই বিক্রির সাথে জড়িত নই । গাছ ও জমি লিজের টাকা জমা করেছি। শহিদুল জানায় অধ্যক্ষর নির্দেশে বই সহ কাগজপত্র বিক্রি করেছি।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, বিষয়টি আমি পত্র পত্রিকায় দেখেছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here