Monday, September 15, 2025
spot_img
Home রাজনীতি জেলগেট থেকে শেরপুর জেলা আ.লীগের সাবেক সম্পাদক আটক

জেলগেট থেকে শেরপুর জেলা আ.লীগের সাবেক সম্পাদক আটক

4
media image

শেরপুর সংবাদদাতা : শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০) উচ্চ আদালত থেকে সাত মামলায় জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে আবারও আটক হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাকে আটক করে সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে কয়েক ধাপে আরও কয়েক মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।

নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে মুক্তির আদেশ লাভ করেন তিনি। সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে জামিনে মুক্তির আদেশ জেল কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। পরে তিনি কারাগার থেকে বের হওয়ার সাথে সাথেই পুনরায় পুলিশের হাতে আটক হন।

চন্দন কুমার পালকে আটক করার সময় কারাগারের সামনে অপেক্ষা করছিলেন তার ছোট ভাই মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের সদস্যরা।

এ বিষয়ে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, তাকে সদর থানা পুলিশ আটক করেছে। আমরা শুধু সহায়তা করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here