Monday, September 15, 2025
spot_img
Home শেরপুর ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

4
media image

ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বুধবার দুপুরে প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষার্থে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এসব গাছের চারা বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল সদরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে ৫শতাধিক শিক্ষার্থীকে একটি করে পেয়ারা গাছের চারা বিতরণের কাজ শুভ উদ্বোধন করেন। বিদ্যালয়ের মাঠে গাছের চারাও রোপণ করেন। পরে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, প্রতি বছর একজন শিক্ষার্থী দুইটি করে গাছ লাগালে প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষার্থে ভবিষ্যতে অক্সিজেনের সমস্যা থেকে সবাই মুক্তি পাবে। সকল শিক্ষার্থীদেরকে বাড়িতে যেয়ে গাছ রোপণ করে পরিচর্যার মাধ্যমে গাছের যত্ন নিতে বলেন। পরিবেশ বাচাঁতে হলে গাছের বিকল্প নেই। গাছ কর্তনের ফলে দিন দিন দেশে আবহাওয়ার প্রভাব পড়ছে এখনই সময় বেশি বেশি করে গাছ রোপণ করা। পরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, সহকারী শিক্ষক রোস্তম আরী, হারুন অর রশিদ, প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম ও সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here