Thursday, September 18, 2025
spot_img
Home শেরপুর শেরপুরে ভারতীয় মদ উদ্ধার

শেরপুরে ভারতীয় মদ উদ্ধার

1
media image
ছবি

শেরপুর সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী সীমান্তের বগুলাকান্দি এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে হাবিলদার আবুল কাশেম ও নায়েক আব্দুর রহিমসহ বিজিবির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৫শ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here