
ছবি
নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে এলাকার তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামি আজিজুল হককে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৪।
গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানীর উত্তরা মাসকট প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত তুলা মিয়া (৩৭) অভিযুক্ত আজিজুল হক (৩৫) ও অপর আসামী নাজমুল হক (৩০) পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিল। গত ২৪ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা তুলা মিয়াকে ফোনে নাজমুলের বাড়িতে ডেনে নিয়ে যায়।
পরে রাত সাড়ে ৯টার দিকে টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল হক তার ঘরে থাকা ধারালো দা দিয়ে তুলা মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা নুরুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।