Friday, September 26, 2025
spot_img
Home রাজনীতি ঝিনাইগাতীতে বন্যা কবলিতদের পাশে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

ঝিনাইগাতীতে বন্যা কবলিতদের পাশে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

2
media image
ছবি

গোলাম রব্বানী-টিটু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা, গৃহহীন পরিবার এবং নিহতদের পরিবারের খোঁজখবর নেন তিনি। তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন মাহমুদুল হক রুবেল।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে মাহমুদুল হক রুবেল বলেন,

“চাঁদা খায় কে, নাম হয় কার, এটা অত্যন্ত দুঃখজনক। যারা ১৭ বছর ধরে দলের দুঃসময়ে নির্যাতন সহ্য করে দলকে আঁকড়ে রেখেছে, তারা কখনও বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে পারে না,এটা আমার দৃঢ় বিশ্বাস।”

তিনি আরও বলেন, “বিএনপির আজকের অবস্থান, মানুষের ভালোবাসা সবই আদর্শিক নেতাকর্মীদের দীর্ঘ সংগ্রামের ফল। তাই বিএনপির নাম ব্যবহার করে যারা বিচার-সালিশ, বালু-পাহাড় দখল, থানায় দালালি কিংবা নানা অপকর্মে জড়িত তারা দলের কেউ নয়। বিএনপি ক্ষমতায় গেলে এসব কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

গত ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে বিএনপি ও সুশীল সমাজকে নিয়ে করা আপত্তিকর পোস্ট প্রসঙ্গে মাহমুদুল হক রুবেল বলেন, এরা বিদায়ী স্বৈরশাসক শেখ হাসিনার দোসর। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার চালায়, তারা কখনও দলের মঙ্গল চায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অনুরোধ জানাবো এই ধরনের কর্মকাণ্ড তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক।

তিনি বলেন, আমি তিনবার এমপি ছিলাম। কখনও শুনিনি এই আসনের ত্যাগী বিএনপি নেতারা অপকর্মে জড়িত হয়েছেন। বরং তারা দলের আদর্শকে ধারণ করে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মাহমুদুল হক রুবেলের সঙ্গে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here