নিজস্ব প্রতিনিধি: ‘শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আমরা অভিভাবক হিসেবে পাশে আছি। তিনি আরও বলেন, তোমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করে সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে হবে। ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্ব তোমাদের নিতে হবে। তোমাদের দিকে চেয়ে আছে নতুন বাংলাদেশ।’
২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফির সভাপতিত্বে ও শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।
এছাড়াও পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান প্রমুখ। এছাড়াও শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব মো. জাকির খান, যুগ্ম আহ্বায়ক সানজিদুল হাসান বরাত সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রদলের আয়োনে অনুষ্ঠিত অনুষ্ঠানে চলতি শিক্ষাবর্ষের সহস্রাধিক একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয় এবং কলম বিতরণ করা হয়।