
নিজস্ব প্রতিনিধি: শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের নিউ আলীশান রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজক ছিল হেযবুত তওহীদের শেরপুর জেলা শাখা। সভায় জেলার গণমাধ্যমকর্মী, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মমিনুল হক পান্না। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান।
রাষ্ট্রব্যবস্থার খসড়া রূপরেখা তুলে ধরেন মশিউর রহমান। প্রবন্ধে তিনি তুলে ধরেন তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার একটি পূর্ণাঙ্গ রূপরেখা, যেখানে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে গঠিত হবে আধুনিক রাষ্ট্রের নীতি, অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা, প্রতিরক্ষা, আইন-শৃঙ্খলা, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর ভূমিকা, অন্য ধর্মাবলম্বীদের প্রতি দৃষ্টিভঙ্গি, আইনসভা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা।
তিনি বলেন, রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে ব্যবস্থাপনার উপর। মানব-সৃষ্ট ত্রুটিপূর্ণ মতবাদ কখনো প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। বরং তা আরও অনাচার ও সংঘাত তৈরি করেছে। একমাত্র আল্লাহর দেওয়া জীবনব্যবস্থাই পারে ন্যায়, সাম্য ও সুবিচার নিশ্চিত করতে।
কোরআনের বিভিন্ন আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, ব্রিটিশদের প্রণীত সংবিধান এ দেশের মানুষের প্রকৃত মুক্তি দিতে পারেনি। তাই আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা জীবনের সর্বস্তরে বাস্তবায়ন করাই একমাত্র পথ। ইসলামই প্রকৃত বাক-স্বাধীনতা ও স্বচ্ছ গণমাধ্যমের গ্যারান্টি দিতে সক্ষম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হেযবুত তওহীদের শেরপুর জেলা সাধারণ সম্পাদক সুমন মিয়া। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, জামালপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।