Home খেলাধুলা নতুন বছরের শুরুতেই বাংলাদেশে আসতে পারেন নেইমার!

নতুন বছরের শুরুতেই বাংলাদেশে আসতে পারেন নেইমার!

27

ফুটবলের ইতিহাস বিবেচনায় নিলে সবচেয়ে সফল দলের নাম ব্রাজিল। ঐতিহ্যে সমৃদ্ধ সেলেসাওদের সমর্থক আছে দুনিয়া জুড়েই। বাংলাদেশেও সংখ্যাটা কম নয়। ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে প্রিয় দলকে সমর্থনে হলুদ জার্সির মেলা দেখলেই যা বোঝা যায়।

নেইমার-ভিনিসিয়ুসদের টিভি পর্দায় দেখেই তৃপ্তির ঢেঁকুর তোলেন এ দেশের সমর্থকরা। কত ভক্তের ইচ্ছা থাকে, একবারের মতো প্রিয় তারকাকে খালি চোখে দেখার। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ফুটবল সমর্থকদের জন্য নেইমারদের সামনে থেকে দেখার ইচ্ছা পূরণ করতে খরচ করতে হয় বড় অঙ্কের টাকা। তাই ইচ্ছা থাকলেও সিংহভাগ ভক্তের সেটা অপূর্ণই থেকে যায়।

নেইমারের বাংলাদেশি ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি বংশদ্ভূত রবিন সম্পর্কে নেইমারের বন্ধু। লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। রবিন জানিয়েছেন, ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন। আগামী বছরের শুরুর দিকেই আসতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।

এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন। দুটি সফরই জন্ম দিয়েছিল বিতর্কের। নেইমারের বেলায় যেন এমনটি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন। ভক্তদের প্রাধান্য দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হবে।

তিনি বলেন, আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here