নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে দেড় শতাধিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

20

নালিতাবাড়ী প্রতিনিধি: অগ্রণী ব্যাংক পিএলসি, কাকরকান্দি শাখার উদ্যোগে নালিতাবাড়ীতে দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ আগষ্ট) সকালে উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয় ও ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনশোর অধিক ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আইন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শেরপুর অঞ্চলের প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

নালিতাবাড়ী প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গাছের চারা বিতরণ সময়োপযোগী এবং ভালো একটি উদ্যোগ। ব্যাংক কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।

অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আইন উদ্দিন বলেন, এখন বর্ষাকাল চলছে। এটাই গাছ লাগানোর উপযুক্ত মৌসুম। সেই চিন্তা থেকেই ব্যাংকের পক্ষ থেকে উপজেলার দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তিনশোর অধিক গাছের চারা বিতরণ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here