শেরপুরের শ্রীবরদী থেকে মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদি নজরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১৪।
শনিবার (১২ জুলাই) ভোর রাতে উপজেলার বাবেলাকোনা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নজরুল ইসলাম একই গ্রামের নইমুদ্দিনের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের কোম্পানি কামান্ডার এটিএম আমিনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর জেলা কারাগার থেকে গেল বছরের ৫ আগস্ট বিকেলে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নজরুল ইসলাম পালিয়ে যায়। এরপর থেকে সে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে। ওই কয়েদিকে গ্রেফতারে র্যাব-১৪ এর একটি দল কাজ করে যাচ্ছে। সম্প্রতি জেল পলাতক কয়েদি নজরুল ইসলাম নিজ বাড়িতে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল তার বাড়ির আশপাশে তীক্ষ্ণ নজরদারি শুরু করে।
শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (১২ জুলাই) ভোর রাতে শ্রীবরদী উপজেলার পাহাড়ি গ্রাম বাবেলাকোনায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নজরুল ইসলামকে শনিবার দুপুরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা শেরপুরের কালীগঞ্জে অবস্থিত জেলা কারাগারে আক্রমণ চালায়। সেসময় তারা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে কারাগারের প্রধান ফটক ভেঙে ফেললে ভেতরে থাকা ৫১৮ জন কারাবন্দির সাথে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নজরুলও পালিয়ে যায়।