পানিহাটা সীমান্তে শিশুসহ ১০ জনকে বিএসএফের পুশ ইন

12

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত এলাকা দিয়ে ভারতে বাসবাসকারী নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে পানিহাটা সীমান্তের ১১১৮নং পিলারের কাছ থেকে পুশ ইন অবস্থায় তাদের আটক করেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন —সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন (২৯), মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী (২৩), মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম (৫০), মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু (৪৫), আলম আমীনের ছেলে কাজল (২৪), জামালের স্ত্রী ফাতেমা (২১), আল আমীনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া ও অপর কন্যাশিশু রাবিয়া।

বিজিবি জানায়, গত দুই বছর আগে অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে আমজাদ আলীর চিকিৎসার জন্য ভারতে যান। পরে জামাল সেখানে মারা গেলে বাকীরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেন। পরে ভারতীয় পুলিশ বিএসএফের হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাটা সীমান্তপথে তাদের পুশ ইন করে। এদিকে আটককৃতদের দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সকালে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার পক্ষ জানানো হয়েছে, যেহেতু তাদের জোরপূর্বক দেশে পাঠানো হয়েছে এ জন্য তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে মুসলেকার মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here