ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

2

শেরপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে মোবারকপুর মহল্লার আখের মামুদ বাজার থেকে লংগরপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।

নিহতরা হলেন- সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের বাসিন্দা ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আল আমিন (২২) এবং অজ্ঞাত আরও একজন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভারসাম্য হারিয়ে শ্রীবরদীগামী মালবোঝাই একটি ট্রাকের সামনে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আ. কাদের বলেন, আমরা ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ উদ্ধার করেছি। বাকি তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম জানান, চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা যান। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় তিনজন মারা গেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here