Saturday, July 26, 2025
spot_img
Home শেরপুর শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

7

শেরপুর প্রতিনিধি: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। সোমবার (১৪ জুলাই) বিকালে শেরপুর জেলা শহরের পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিউমার্কেট, খরমপুর এলাকা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের থানামোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু) এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল। এছাড়াও বিভিন্ন উপজেলা ও শহর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু) বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তার আলোকেই বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই বাংলাদেশের বিভিন্ন পথে বাঁধা সৃষ্টি করার জন্য তার উপর ঈর্ষান্বিত হয়ে কিছু কতিপয় মহল বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। তাঁর নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ও কর্মীদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তারেক জিয়ার নামে কোন অপবাদ মেনে নেয়া হবেনা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে ছাত্রদল সবসময় আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। এখন বিভিন্ন গোপন সংগঠনের নেতৃবৃন্দ ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা অতীতেও ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাত করে চলেছে। ছাত্রদল মাঠে নামলে অপপ্রচারকারীরা পালানোর সুযোগ পাবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here